সময় কখনো থাকেনা থেমে, দ্রুত চলে যায়,
রেখে যায় সব স্মৃতি, সবই অতীত হয় ।
আজ যারা ছোট শিশু, কাল বড় হবে,
তাহাও যেন অতীত হবে, স্মৃতি রবে নীরবে ।


যদি পারো কিছু করো, করো ভালো কিছু,
তাহাই ছুটবে স্রোতের মত, তোমার পিছু পিছু।
যেটুকু করতে পেরেছো তুমি, শুরুর সময় ধরে,
সে বোঝাই বহন করবে, বর্তমানের পরে ।


এমন না হয় যেনো পরে, টানবে শুধুই কষ্ট,
শুরুর সময়ের অর্জিত বোঝায়,বাকী জীবন নষ্ট।
সময়ের কাজ সময়ে করো, যে যতটুকু পার,
আগামী দিন স্বপ্নময় হবে, অর্জন করেই ছাড় ।


সময়ের অপচয় আর অবহেলায়,শেষ করোনা বেলা,
সময় তোমাকে বুঝিয়ে দেবে, দেখবে তুমি খেলা ।
সময় শুধু তারই পক্ষে, যে দিয়েছে  দাম,
পদে পদে সেইতো নেবে , শুধু তারই নাম ।


শুরুতে কর লক্ষ্য স্থির, কক্ষপথ বানাও,
কক্ষপথে লক্ষ্য নিয়ে, সামনে এগিয়ে  যাও ।
একটু না হয় কষ্টই হলো, ফলাফল তুমি পাবে,
আজকের কষ্ট কাল তোমাকে, গন্তব্যে পৌঁছাবে।