কুড়ি ফোটা ঘ্রাণে আজ মুখরিত প্রাণ,
মালিকের মনে প্রাণে মুকুলের ঘ্রাণ।
ঘুুরে আসে আমতলা যায় প্রতিরোজ,
ফিরে এসে ঘরে বসে সারে ভুঁড়িভোজ।


ডাল ভরা আম কুড়ি বাতাসের দোল,
কালো মেঘ যত দেখে তত হুলস্থুল।
শঙ্কাতেই ডঙ্কা বাজে ভীত মন প্রাণ,
কুড়িগুলো ঝরে পড়ে যদি আসে বান।


সেজে আছে রাজশাহী পাশে নওগাঁয়,
গাছ ভরা আম দেখে মনে জোর পায়।
পাকা আম ছেয়ে যায় সারা দেশময়,
বৈশাখীটা কাল হয় এই শুধু ভয়।


চেয়ে দেখে দিন গুনে এক দুই তিন,
ভালোভাবে পাড়ি দেবে আর ক'টা দিন।
জৈষ্ঠ্যের খরতাপে আমপাকা শুরু,
বৈশাখ পাড়ি দিতেই  মনে দুরুদুরু।


দিন যদি ভালো যায় ঘুম ছাড়া রাত,
আম যদি ভালো হয় পাতে উঠে ভাত।
ফলনের দোলাচলে কৃষকের হাসি,
চাষী ভাই চাষ করে খায় বিশ্ববাসী।


জৈষ্ঠ্যমাসে আমে ভরে পদ্মার কূল,
চাষী ভাই গাল ভরে হাসে দোল দোল।
পরিতৃপ্ত স্বাদ ঘ্রাণে মন ভরে যায়,
বিশ্বখ্যাত আম চাষ এই বাংলায়।


পাকা আমে সারা দেশ সয়লাব হয়,
নিজ গুণে আম করে জনমন জয়।
পেট ভরে আম খেয়ে স্বাদ নিয়ে মাতি,
আমের জন্য রাজশাহী তৃপ্তির বাতি।