শোকাবহ এই দিনে তোমাকে সালাম,
এ অন্তরে আছে যাঁর ঝড় তোলা নাম।
জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে বরণ,
ফুলে ফুলে ভরে আজ বরণে চরণ।


তোমাকেই খুঁজে ফিরে এই ধরাধাম,
নিঃস্বার্থ নেতৃত্বের একটাই নাম।
জাতির মহানায়ক যাকে আজ জানে,
স্বাধীনতার সূর্যোদয়ে নেতা বলে মানে।


কালো দিনে শোকগাঁথা মনেপ্রাণে ধরে,
জাতির পিতার শোক আছে ঘরে ঘরে।
চোখ দিয়ে জল ঝরে জনতার ঢল,
জল এসে চোখ দু'টো করে টলমল।


বারে বারে মনে পড়ে তোমারই বাণী,
মনে ঢুকে বাণীগুলো করে কানাকানি।
তোমার নাম এ মুখে বলি বার-বার,
বাঙালি জাতির পিতা তুমি অহংকার।


এই দিনে ভেসে যাই শোকের ছায়ায়,
ঘর ছেড়ে নেমে আসি তোমার মায়ায়।
তোমারই ছবি আজ নিয়ে এই বুকে,
প্রাণ কাঁদে মন কাঁদে ভেসে যাই শোকে।


আগস্টের এই দিনে মন শুধু কাঁদে,
শ্রদ্ধাঞ্জলি দেবো বলে সব এক ছাদে।
জনতার বন্ধু তুমি মনে গাঁথা  নাম,
বারে বারে দিয়ে যাই তোমাকে সালাম।