চোরকে মানুষ গালি দেয়
চোরের বাচ্চা চোর,
জনমনে ভ্রান্তির ছাপ
দেখেই দুরদুর।
গালিটা যে দিলো তাকে
চিন্তা ভাবনা ছাড়া,
তার সাথে বাপকেও গালি
চোরের বাচ্চা দ্বারা।
তার গালিটা প্রাপ্যই ছিলো
চুরির জন্য গালি,
ছেলের জন্য গালি খেলো
বাপেও খালি খালি।


কাউকে তুমি গালি দিলে
ভেবে চিন্তে দাও,
পোলার জন্য তার বাবাকে
দাও ফাও ফাও।
পোলায় যদি চুরি করে
বাবার কি দোষ?
গালি দেয়ার অভ্যাসটাতে
একটু রাখো হুশ।
গড়পড়তা গালি দেয়া
মোটেও ঠিক নয়,
হিসাব হবে ষোলো আনা
কেনো নেই ভয়?


চেরকে তুমি গালি দিতে
বাপকে তুলে বলো,
গালি দেয়া চুরির চেয়ে
বড়ো অন্যায় হলো।
ভাবনা যদি সাফ না হয়
কেনো গালি দাও?
পেছন ফিরে ভুলের জন্য
পানা তুমি চাও।
চোরকে তুমি গালি দিয়ে
গরম করো পেশি,
গালি দেয়ায় অন্যায় করো
চুরির চেয়ে বেশি।