প্রথম দিন দেখা হলো করি নাই ভুল,
এখন আমি বনমালী তুমি বনফুল।
        যেদিন তুমি দেখা দিলে
        বলে কয়ে আপন হলে
তরী এসেই তীরে ভীরে কাছে পাই কূল।


ধরে ছুয়ে যত্ন করেই রত্ন গড়ে তুলি,
মনের রঙ শূন্য করে কি করে তা ভুলি?
        চোখে চোখে দেখে রাখি
        দীর্ঘ পথ আছে বাকি
যত্ন নিতে নিজ হাতেই ঝাড়ি বালি ধূলি।


যেদিন তোমার দেখা পাই চারা গাছ ছিলে,
মাথায় ছিলো বড় হলে তাতে ফল মিলে।
        ছোট গাছ নড়েচড়ে
        হাতে ধরে বড় করে
ভালোবাসা বেড়ে গেলো থাকি মিলেঝিলে।


এতো দিনে খুঁজে পেলাম ভালোবাসার খনি,
মালী আমি ফুল বাগানের আছে বনাবনি।
        দিন যায় রাত যায়
        ভালোবাসা বৃদ্ধি পায়
সবকিছু  ঘুচিয়ে নিয়ে তুমি মধ্যমণি।


মালির হাতে গড়া ফুল ধরে লাল রঙ,
বাগান মাঝে এই ফুলে আছে কতো ঢঙ।
        দূরে গেলে কাছে ডাকে
        কাছে গেলে ভালো থাকে
এই মনে সারা জাগায় ঝরে রঙচঙ।


স্নেহ মায়া মমতা আর তার মিষ্টি হাসি,
তার সুবাস নিতে আমি ঘুরে ঘুরে আসি।
        ভালো তার হৃদয়খানি
        আজ হলো জানাজানি
জীবন দিয়ে আমি তাকে কতো ভালোবাসি।