বিশ্বকাপ ফুটবলটা উন্মাদনার খেলা,
রাত কাটে উন্মাদনায় ঘুম দিনের বেলা।
স্বপ্নঘোরে খেলা দেখে
প্রিয় দলের রঙ মেখে
তারকাদের ছবি এঁকে স্বপ্নে চালায় ভেলা।


কাজকর্ম লাটে উঠে খেলার পিছু ছুটে,
প্রিয় দল গোল খেলে রক্ত মাথায় উঠে।
মাথামুণ্ডু গরম হয়
পেয়ে বসে হারের ভয়
আফসোসটা সবসময় মুখে খই ফুটে।


যার যার প্রিয় দলের জার্সি গায়ে ঝুলে,
প্রিয় দলের পতাকাটা মাথার উপর তুলে।
প্রকাশ করে সমর্থন
ছুটে আসে অন্যজন
জোট বাঁধে দর্শকগণ মন প্রাণ খুলে।


সমর্থনটা কোন দলের জানান দিয়ে যায়,
হার জিৎ যাই ঘটুক তাতেই শান্তি পায়।
প্রিয় দলের গোল হলে
উন্মাদনা জোরে চলে
গোল গোল বলে বলে গলাটা ফাটায়।


দিনের পর দিন যায় খেলা উঠে জমে,
হেরে গেলে বুকের জ্বালা ধীরে ধীরে কমে।
গলার স্বর ভারী হয়ে
কটু কথা সয়ে সয়ে
দীর্ঘশ্বাসটা ধীরালয়ে নেয় দমে দমে।


বত্রিশ দলের খেলা শেষে বিশ্ব জয় করে,
এক দল উৎরে গিয়ে কাপটা তুলে ঘরে।
ছবির উপর ছবি তুলে
উদযাপনটা প্রাণ খুলে
বিজয় মিছিল উন্মাতালে বিশ্বকাপ জ্বরে।