ভাবনার সুর তুলে ছুটে জনগণ,
বইমেলা ঘুরে দেখে জাগে শিহরণ।
হৃদয়ের সব কথা পাতা খুলে পাবে,
বুঝে যাবে ইশারাটা কোন দিকে যাবে।


ইতিহাস না ঘেঁটেই বুঝে উঠা দায়,
মন ভরা অভিমান কোন গান গায়?
চোখ দেখে প্রেমে পড়ে হৃদয়ের টানে,
ভালোবাসা হয়ে গেলে সুর তুলে গানে।


মায়াটান মনে এলে মুখে ফুটে হাসি,
আনমনে বলে উঠে আমি ভালোবাসি।
ভালোবেসে জমা হয় তিলতিল আশা,
চোখে চোখে চোখ রেখে বুঝা যায় ভাষা।


মনে যদি সুখ থাকে প্রাণে উঠে সুর,
সুখ যার সেই বুঝে কত সুমধুর।
রবি শশী গ্রহ তারা পদতলে রাখে,
বন্ধু হয়ে পাশে থাকে ভালোবাসে যাকে।


ভালো ভালো বই পড়ে গুণী লোক হয়,
গুণী তাঁর গুণ দিয়ে করে বিশ্বজয়।
ভালো বই ঘেঁটেঘুটে করে জ্ঞান চাষ,
বই পড়ে মহাজ্ঞানী গড়ে ইতিহাস।


বন্ধুসহ একসাথে ঝালমুড়ি খায়,
মনে জমা কথাগুলো মেপে বলে যায়।
সেই জ্ঞান আহরণে মূলে কিন্তু বই,
মন দিয়ে পাঠ করে জ্ঞানীগুণী হই।


যার গুণে জেগে উঠে জল ছাড়া ঢেউ,
ভালো বই খুঁজে দেখো আছে কেউ কেউ।
মন ভরে জ্ঞান নিতে বই নাও হাতে,
জীবনটা গড়ে নিতে পড়ো দিনেরাতে।