যেদিন তুমি এসেছিলে হেসেছিলো মন,
এখন তুমি দূরে থাকো চিন্তা সারাক্ষণ।
শেষ দেখায় বলেছিলে চিঠি দেবে রোজ,
এখন তুমি ভুলে আছো নেই কোন খোঁজ।
তোমার মতো তুমি থাকো কারো চিন্তা নাই,
শুধু শুধু আমি কেবল চিন্তা করে যাই।


কবে তুমি বাড়ি আসবে এমনটা কি ভাবো,
তা না হলে তোমার কাছে আমি কবে যাবো?
সময় আমি পাড়ি দেবো  হাতে গুনে গুনে,
দাওনা তুমি একটু বলে আমার টেলিফোনে।
তোমার জন্য অপেক্ষাটা দীর্ঘ হলো বলে,
ক্ষণে ক্ষণে ভালোবাসা মনে ঘুঙুর চলে।


কতো আশায় বাসা বাঁধে এই মনটা ঘিরে,
মনটা ভরা আশা নিয়ে পড়ে থাকি নীড়ে।
আশা যদি আশাই থাকে কেনো প্রেম আসে,
জীবন দিয়ে একে অন্যে কেনো ভালোবাসে?
কবে হবে আশা পূরণ কিছুই জানা নাই,
সেদিন আমি শান্ত হবো যেদিন কাছে পাই।


তাড়াতাড়ি চলে আসবে কথা দিয়েছিলে,
এখন তুমি মনে করো সেই যে বলে গেলে।
দিনের পর দিন যায় হয় না পথ শেষ,
ভালোবেসে দূরে গিয়ে আছো তুমি বেশ।
ভুলত্রুটি হয়ে থাকলে তুমি ক্ষমা করো,
ভালোবাসার মন নিয়ে চিঠি খুলে পড়ো।


কেঁদে কেঁদে বুক ভাসাই তুমি চলে গেলে,
অশান্তিটা দূরে রাখতে কেঁদে শান্তি মেলে।
হৃদয় কোণে থেকে তুমি ছায়া হয়ে হাসো,
প্রতিদিনের সেই স্বপ্ন,  কবে তুমি আসো।
ভালোবাসার তপ্ত আগুন জ্বলে মিটিমিটি,
রাত জেগে আজ দিলাম ভালোবাসার চিঠি।