বিশ্বজুড়ে ডাকে তারে ভালোবাসার দ্বীপ,
দ্বীপে গেলে দেখা মেলে অনেক সরীসৃপ।
পাপুয়া নিউগিনি
দ্বীপ তার রিনিঝিনি
ভালোবাসে কতখানি প্রমাণ করে টিপ।


সাগর জলে নৌকা চলে ঘেষে দ্বীপের গা,
ভালোবাসার খুঁজে এসে দ্বীপে ফেলে পা।
চারিদিকে নীলাভ জল
নীলাভ জলে বাড়ে বল
ভালোবাসার কৌতুহল মেটায় রঙ চা ।


ভালোবাসার দ্বীপে এসে ভালোবাসা হয়,
দ্বীপে এসে কেউ করে না সরীসৃপের ভয়।
রঙ চা টা হাতে তুলে
হাতে তুলেই বন্ধু মিলে
যাকেই পায় ছলেবলে মনটা করে জয় ।


লোকে বলে দ্বীপে গেলেই বন্ধু পাওয়া যায়,
বহু জাতির মানুষ এসে একই সাথে খায় ।
কথাবার্তায় মিশে যায়
মনের মতো বন্ধু পায়
তার থাকে না কোনো দায় যেমন বন্ধু চায়।


দ্বীপে গিয়ে মিলেমিশে নীলাভ জল দেখো,
মনের মতো বন্ধু পেয়ে ভালোবাসা শেখো।
একসাথে উঠেবসে
কথা বলে হেসে হেসে
ভিন জাতির কাছে এসে প্রেমের ছবি এঁকো।


এক মুঠো ভালোবাসাই ছোট দ্বীপের রূপ,
সাগর পানে নীলাভ জল বেজায় অপরূপ।
দ্বীপে গিয়ে সুর উঠে
ভালোবাসায় মন ছুটে
প্রেমের ফুল দ্বীপে ফুটে মনের অনুরূপ ।