একুশের আহাজারি
সুর তোলা গানে,
হাজার সালাম আসে
নিদারুণ টানে।
রক্তলাল মন জুড়ে
চির অনশন,
মিনারেই ছুটে যায়
বান উঠা মন।


শহীদ চরণে মন
যায় বারেবারে,
যাঁরা দিলো জান মান
ঘুরে সেই দ্বারে।
মন দোলা গান নয়
শোকাতুর টান,
সালাম সালাম বলে
মনে উঠে বান।


ঝড় উঠা বান নয়
বারুদের গুলি,
মায়ের ভাষার তরে
রক্তের হুলি।
বীর বেশে ছুটে গেলো
ভয়ডরহীন,
জান দিয়ে করে গেলো
ভাষাটা স্বাধীন।