স্মৃতি তুমি প্রতারক জ্বালা দাও বুকে
যখনি ভুলিতে চাই ভেসে ওঠো চোখে|
স্মৃতি তুমি এসোনা আর আমি অসহায়
পথ হারিয়ে চলছে এখন বাঁচার লড়াই||


স্মৃতি তুমি কেনো অশ্রু হয়ে ঝরো
সইতে আর পারছে না এই প্রান,
পারবে যদি প্রিয়ার চোখেও বৃস্টি হয়ে পড়ো
সে তো সবই ভুলে বাঁধছে নতুন গান!


স্মৃতি তুমি প্রতারক জ্বালা দাও বুকে
অশ্রু হয়ে ঝরে পড়ো আমার দুটি চোখে,
পারবে কি স্মৃতি তুমি প্রিয়ার চোখে ভাসতে
দুই নয়ন ভরে শুধু আমার ছবি আঁকতে?


একদিন ছিল স্মৃতি আমাদের দুজনার
আজ সেই দিন গুলি আমার যন্ত্রনার
স্মৃতি তুমি ভাসবে ভাসো
প্রিয়ার চোখে ভাসো
আমার বুকে ঝড়,
সে তো অন্য কারোর বাঁধছে সুখের ঘর!