আমরা দুজনে একদিন যদি
পাখি হতে পারি-
নীল আকাশের দক্ষিন কোনে
দুজনে দেবো পাড়ি!
ডানায় ডানায় জড়িয়ে নেব
রামধনূর সাত রঙ,
বেলা ফুরালেও দুর হবোনা
থাকবো তোমার সঙ্গ !
শরৎ বিকালে নীলাভ গগনে
শীতল শিশির মেখে,
কাছাকাছি আরো পাশাপাশি হবো
ভালবাসার অভ্যেসে!
কখনো বা ডানা ঝাপটে দেবো
নীল রঙময় বিলে,
ধান খেত চুমে উড়ে যাবো আবার
তুমি আমি মিলে নীলে!
তুমি যদি বলো ঝড় ওঠে হটাৎ
আকাশের সীমানায়,
যদি তুমি যাও হারিয়ে কোথাও
অচেনা ঠিকানায়-
বলো না কি হবে?কি হবে আমার?
তখনো তো আমি বলব হেসে
পাগলি কথাকার...
হৃদয়ে জড়িয়ে রাখবো তোমায়
হারাতে দেব না আর!
একদিন ঠিক পাখি হয়ে যাব
দুজনে দুজনার...
সুদূর আকাশে পাড়ি দিয়ে মোরা
গড়বো অভিসার !!