যে ঘরে কেউ নাই অপেক্ষায়
সে ঘরেই ফিরি বারবার
যে পথে কেউ নাই নির্জন কেবল,
শুধু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা আর অগণিত মানুষ
সে পথেই পা বাড়াই বারবার


যে ঘাটে কেউ নাই
গাঙচিল আর বালিহাঁস ছাড়া
সে ঘাটেই নোঙর ফেলি
এই কি জীবন? এই তো জীবন!


যে ঘরে কেউ আছে; কেউ নাই
হয়ত অপেক্ষায়, মিছে আশা কেবল
সে ঘর আছে জানা, তবু যাই না


যে পথে লাল গালিচা আর ফুলের পাঁপড়ি
ছড়ায়ে রেখেছে কেউ
সে পথ কভু মাড়াই না
আহা! ব্যর্থ ফুলের জীবন, যৌবন, সৌরভ


কেন আমি ছন্নছাড়া কেউ জানে না; কেউ জানে
কেন আমি বাউণ্ডেলে, তুমি জানো? তুমি জানো না!
এই কি জীবন?  এই তো জীবন!


বৃথা বৃথা ঘরে ফিরি, পথে হাঁটি, নোঙর ফেলি
বৃথা বৃথা সবই করি; বৃথা বৃথা সবই করি না
এই কী জীবন? এই তো জীবন!



পদ্মানদী
০৬ এপ্রিল ২০১৮