গাড়িটা ছুটছিল                      
গাড়িটা চলছিল                    
থামছিল মাঝে  থামছিল      
আবার ছুটছিল---
নিশানায় চলছিল,
অনেক তার যাত্রী ছিল,
অনেক তার সুখ ছিল,
সুখের অসুখ ছিল,
এক বাধন ছিল।
এক সাথে গাইছিল,
গান গাই ছিল।
দমকা হাওয়া বইছিল,
ঘূর্নি   হাওয়া  ঘুরছিল,
মাঝে থাম ছিল-----।
বে- সুর খানিক লাগছিল,
তবু সুর ছিল।
ওরা শুন ছিল।
চোখে কারো ঘুম ছিল।
তাই ঢূল ছিল।
যাত্রী ক্রমশ কমছিল।
মাঝে বাড়  ছিল
যাত্রী নাম ছিল।
হয়তো টিকিট জমাদিল-
এ প্রযন্ত টিকিট ছিল
পুরনো মুখ ঢাক ছিল
নতুন মুখে ফির ছিল।
জীবনভর নাম ছিল,
আবার উঠ ছিল
আর নামছিল-------।