চাই না বাংলা তোকে আর
আমায় তুই এবার ছাড় ।
উপার্জনের স্রোতে ভেসে
হারিয়ে যাই  ছদ্ম বেসে,
আন্য ভাষার দোহাই  দিয়ে
পরছি ধাধায় বাংলা নিয়ে ।
বর্ন মালা মুছে ফেলে
অন্যবর্নে পরছি ঢলে ।
"বং" নামটা দেখে  সবাই
খিলখিলিয়ে হাসছে  তাই ।
ট্রামে বাসে অফিস ঘরে
ভিন ভাষা বলছি জোরে ।
ভাবছি না আর অবাক হয়ে
নভেল ভাষা  পড়ছে সুয়ে ।
লড়াই এখন মনের ঘরে
লিপিমালা ফেলছি  ঝেড়ে ।
আত্বঘাতী-বর্গি হয়ে
আছি যে যার মোহে ।
এই যু্দ্ব বাংলা জুড়ে
মনের"আগাছা" উঠছে ফুরে ।
বাস্তু হারা হচ্ছে ভাষা
বলছে ক"জন শ্রমিক চাষা ।
রবি, নজরুল পালিয়ে গেছে
মাইকেল, শক্তি মুছে গেছে ।  
হাজার বাংগালী বীর সুধিজন
সাগার জলে হন বিসর্জন ।
এখন উপার্জনে ছুটতে গিয়ে
ভাবি না কেউ বাংলা নিয়ে ।
সবার এখন লক্ষ  ভাই
ভাষা নয়, স্বত্বা নয়, অর্থ চাই ,
বিরাট সাহিত্য সম্ভার ছেড়ে
বাচবো এবার ওদের  ধরে !!