ইট পাথরের এ শহরে মনের কোন জায়গা নেই, আছে ব্যস্ততা,নিষ্ঠুরতা আর অট্টালিকার ভিড়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা।


ভালোবাসার এ শহরে এক মহা পাপের নাম কেউ কাউকে কাদিয়ে ফিরেও তাকায় না।


হাজার হাজার মানুষ আছে তবে কেউ কারো চোখের পানি দেখে না।


এ শহরের মানুষের মন গুলো যে কনক্রিটের মত চকচকে তবে অনুভুতি নেই।


শহুরে মন গুলো এখন আর ভালোবাসা খোজে না শুধুই মরিচিকার পিছনে ছুটে চলে


তার ভিরে আমি এক ভালোবাসার কাঙ্গাল ঘুরে বেড়াই....


স্বপ্ন/ ঢাকা