ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে স্বপ্নর সেই দিনগুলো,
ভুলিবনা কখনো আর পথ চলার সেই স্মৃতিগুলো।
হেটে,খেলে,পড়ে যেখানে জড়িয়ে আছে স্বপ্নময় সেই দিন,
ক্ষণিকের ঝটকায় শেষ হবেনা সেই হারিয়ে যাওয়া দিন।
শিক্ষকের পড়ানো সেই পড়া,বন্ধুদের নিয়ে সেই চলা ,
কখনো হবেনা পুরনো ।
অতীতের স্মৃতিবিজড়িত রয়েছে বিদ্যালয়ের সেই দিন জড়ানো।
জন্ম থেকে বেড়ে ওঠার পথে বিদ্যালয় সেই গন্তব্যস্থল,
বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা, তাদের নিয়ে সেই মজা,
পরে রয়েছে মনের গহীনে, চিরনিকট ।
ছোটবেলা ঘুম থেকে ওঠে মায়ের হাত ধরে বিদ্যালয়ে,
দুটি দুটি হাত পা ।
ছুটির পর বাবার কোলে ওঠে বাড়িতে আসা,
জগতটা ছিল যা ।


বিদ্যালয়ের স্মৃতি রোমন্থন করে চোখে যেন আসে জল,
পরীক্ষার পরে অপেক্ষায় থাকতাম কবে ঘোষনা হবে ফল।
শিক্ষকদের বলা সেই কথাগুলো যেন লাগত মিষ্টিমধুর,
সময়ের দাপটে বয়স পেরিয়ে এখন রয়েছি মোরা বহুদূর।
বিদ্যালয়ে ছিল একটি সুন্দর বাগান, নানা পাতাবাহারি গাছ,
বিদ্যালয়ের অনুষ্ঠানে সখীদের হতে পেতাম
সুন্দর সুন্দর নাচ।
অসম্ভব সুন্দর মনোরম পরিবেশে ছিল আমাদের বিদ্যালয়,
বাড়ির মতো শ্রদ্ধা করতাম,এটা যেন ছিল মোদের দ্বিতীয় আলয়।
দিবাশেষে ছুটি, এখন বাড়ি যাবার পালা,
চৈত্রমাসে বিদ্যালয়ের পাশে বসত নিত্যনতুন মেলা।


ছিল একটি খরস্রোতা নদী,বয়ে যেত বিদ্যালয়ের পাশ দিয়ে,
বৈশাখ মাসে আমরা যেতাম হাটু জল বেয়ে।
বিদ্যালয়টি ছিল উচু পাহাড়ে, চারপাশটি ছিল সমতল,
বর্ষাকালে নদীর স্রোতে ভেসে যেত গভীর অতল।
গ্রাম্য পরিবেশে ছিল আমাদের বিদ্যালয়, পথটি আকাবাকা,
দেরিতে পৌছুলে বিদ্যালয়টি লাগত যেন ফাকা।
একটি নতুন কামনা বাসনা নিয়ে বিদ্যালয়ের পথ চলা শুরু,
শিক্ষকদের আদর্শে চলা সেই পথ্গুলো যেন মাধুর্যময় লাগত,
মোদের শিক্ষক মোদের শিক্ষাগুরু ।
অতীতের ফেলে আসা দিনগুলো যেন নতুনভাবে কড়া নাড়ে,
বিদ্যালয়টি ছিল মোদের পরম স্থান মনটাকে যেন কারে।


বিদ্যালয়ের পুরনো গাছগুলো, কক্ষের দেওয়ালগুলো,
যেন চিত্তে এখন মর্মরধনী বাজায়।
বিদ্যালয়ে আসার পর প্রার্থনার সেই ঘন্টার আওয়াজ,
হৃদয়ে যেন গোপন তরঙ্গধনী জাগায়।
বিদ্যালয়ের সামনে বসত একজন চানাচুর কাকু,
কী সুস্বাদু লাগত তার ঝালমুড়ি।
সখাসখীদের সাথে মিলেমিশে খাওয়া,
কখনো পুরনো হবেনা মুহুর্তগুলি ।
বিদ্যালয় থেকে প্রস্থান নিয়েছি অনেক কাল হল,
সময়ের স্রোতে বয়স পেরিয়েছি,এখন আমাদের কে ডাকবে বলঃ।
সংসারের কাজে এখন মন দিয়েছি,
তাই সময় কেটে যায় ততপর।
এখন যে আমরা পুরনো অতিথি,
বিদ্যালয়টি লাগে যেন পর ।