নিজস্ব শোক বলতে এখন আর কিছুই নেই,
ফেলে আসা সব দুঃখ গুলো নিত্যদিনের অদৃশ্য সঙ্গি হয়ে আছে।
একেকটি শোকের পাথর আরও ক্ষুধার আক্রোশে,
প্রতিদিন আহত করে, দহন করে।
আগুন ধরা স্মৃতির শলাকায় তপ্ত বারুদ ভস্ম হয়ে যায়,
দীর্ঘ বছর পর আবারো প্রশ্নবিদ্ধ ক্ষুধার যন্ত্রণায়,
ভেসে যাওয়া শরীর মন,
হারিয়ে ফেলবে চিরতরে আলোক সময়।
দুঃখ বার বার ফিরে আসে কঠিন সব বর্ণমালায়,
পাথর ভারী হয়ে উঠে দিনে দিনে,
অক্সিজেন শূন্যতায় অসহায় সময়গুলো,
তোমার মিথ্যে অজুহাতে ছড়িয়ে দিচ্ছে বিষ বাষ্প।
তোমার দু’হাত চিনব কি?
নিজেরই দু’হাত নিজেরই অপরিচিত মনে হয়।
আমি ঘরে না ফেরা পথিক হয়েছি,
কেউ কখনো ক্ষমা করেনি, আমিও করিনি নিজেকে,
তাই স্বচ্ছ দুঃখ গুলো এতটাই স্বচ্ছ হয়ে উঠছে প্রতিনিয়ত,
আরও কাঁদাবে ? চোখ শুকিয়ে গেছে।