আকাশের বিধ্বস্ত কিছু মেঘের আড়ালে
সূর্যের কিছু বিধ্বস্ত কিছু আলোর নিরব বিচ্ছুরন,
মরুপ্রান্থরে বেড়ে উঠা লোভী ফনিমনসা,
গিলে খায় কিছু জল, কিছু আলো।
সময়ের পতনে পাথরের ক্ষয়,
রাক্ষসী ধুলি ঝড়ের কবলে অবলা মরুভুমিতে,
ঝরে যাওয়া কিছু কাঁটার মাঝে নিঃশেষের ভয়।
মরু আর মেরুর ভাষা কি কখনো এক হয়?
তোমার রক্তে আজ জেগে উঠেছে খরস্রোত,
নীরব দহনের জ্বালায় তোমার হৃদপিণ্ড,
বদ্ধ কপাটের কব্জায় লেগেছে মরীচিকা।
তোমার শিরা উপশিরা ধমনীতে
বয়ে বেড়ায় লোহিত জল।
হৃদয়ের আলো শেষে বেদনার অবশেষ,
আকাশের সিঁধ কেটে চলে সপ্তর্ষি,
নিভে যায় বেদনার শুকতারা ক্লান্ত ভোরে,
বিধ্বস্ত আমার জীবন
তোমার নীরবতার আঘাতে
কখনো দেখেনা নতুন ভোর।