নিজের প্রতি তোমার এতই অবিচার কেন?
নিজেকে তুমি কি ভাবো? আপন?
সবটুকু দুঃখ কি তোমার একার?
ভেবেছ কি একা একা কাটিয়ে দিবে সারাটি জীবন।
আজ বড়ই অচেনা তুমি।
অচেনা পথে একাকী দাঁড়িয়ে,
ভাবছো দিন রাত গুলোর ক্ষত তুমি একাই সারাবে,
ব্যথার সবটুকু নিয়ে হৃদয়ের রক্তক্ষরণ একাই থামাবে?  
আগ্রাসী কষ্ট বুকে নিয়ে তাড়াবে পুঞ্জিভূত সকল অন্ধকার,
কেন একাকী বইবে তুমি সব ব্যথার ভার।
সব ব্যথা যদি বুকেই রাখো,
পাথরের গাঁয়ে কেন আমার ছবি আঁক?
কাঁদায় মাটি আলোতে যে দেহ গড়ে
অভিমানে কি তা নড়ে চড়ে,
বিনষ্ট জীবন বলে নেই কোন কিছু,
কঠিন বাধা যদিও তার পিছু।
এটাই জীবন, তার উপর সব ভার,
নিজের প্রতি করোনা এত অবিচার।
আর নয় কোন বয়ে বেড়ানো নিরব যাতনা
আমিই তোমার সাথে সব সময়ে
এইটুকু দিতে পারি সান্তনা।