ন্যায্য দাবী বল, কিংবা অন্যায্য দাবী,
যা’ই বল না কেন,
ভালোবাসার লোভে আমার এই অপ্রতিভ মন।
অবরুদ্ধ যৌবন আক্ষেপ করে,
উত্তাল হয়ে কখন ঘূর্ণির মত ছোবল নেবে।
বুক পকেটে নিয়ে ঘুরছি,
প্রথম চিঠির অন্তর্বেদনা।
সঙ্গী হয়ে সাথে আছে,
প্রতিদিনের প্রতীক্ষা,
তোমার সব স্মৃতি,
দীর্ঘশ্বাস।
তোমাকে ছাড়া বাঁচতে হবে,
জীবনটা কঠিন মনে হয়
বেঁচে থাকাটা মনে হয় আরও কঠিন।
অজানা সব নিঃশ্বাসে, তোমার বিশ্বাসে,
ন্যায্য দাবী বল, কিংবা অন্যায্য দাবী,
লিখে লিখে এখনো পাঠিয়ে দিই তোমার অজানা ঠিকানায়।