১)
পৃথিবীও কখনো সরলরেখায় চলে না,
জীবনেও বক্রতা সবসময়,
তবুও মানুষ সরলরেখার মত জীবন খুঁজে।


২)
যদি চাও যেতে, তৈরী থেকো
চাঁদের রূপালী আলোয় ? স্নিগ্ধ আকাশের নীচে,
তারপরও একটু ভেবে দেখ,
অনিশ্চিত আগামী কি বলে?
সুতীক্ষ্ণ শিকারীর চোখে শিকার হবে, জেনে রেখ,
তারপরও একটু ভেবে দেখ।