পাথরে গড়া হৃদয় নিয়ে,  
আর কতকাল জীবন যাপন,
আর কতকাল চন্দ্র প্রহর
প্রানের সুরে হিয়ার কাঁপন।


স্রোতহীন কোন নদীর বুকে, কাটছে দিন পাথর সুখে,
নিরুদ্দেশ আজ স্বচ্ছ জল, তোমার পানে নামল ঢল।


তোমার সুখে প্রানের অসুখ
পাথর দিয়ে রাখছ ঢেকে,
সূর্য কান্নায় কোমল আলোয়,
কাটছে দিন শিশির দেখে।


দুঃখের দলে সুখের ছলে, নদীর তলে স্বচ্ছ জলে,
জল ভেঙ্গে দাও ডুব,  আলোর পুজায় জ্বালাও ধুপ।


প্রানের টানে কর উজার
দুঃখের যত বন বাদার,
প্রেমের টানে ভিজাও মন
আঁচলে ঢাক রাত্রি আঁধার।


ঘোমটা খুলে আকাশ দেখ, মনের মেঘে স্বপ্ন আঁক,
দুঃখ নয় আর একতিল, হয় যদি হয় দু’জনের মিল।