আমার জন্য তোমার কোন সময় নেই, শব্দ নেই,
শব্দের স্নায়বিক তরঙ্গজালে কোনরূপ আনুগত্য চাই না,
চুপিসারে ভেসে বেড়ায় চোখের নোনা জলস্রোতে,
প্রশ্ন পিছনের প্রশ্ন দিয়ে ইতিহাসের ছেঁড়া-খোঁড়া শুকনো পথে,
ক্ষান্ত আমি, একলা চলি তোমার উল্টো পথে।