আকাশে ঝুলে আছে অবেলার শ্রাবন,
আজ হবে কঠিন নিম্নচাপ,
বাঁধ ভাঙ্গা সুনামিতে লন্ড ভণ্ড হবে ভাসমান সংসার,
আমি সমূদ্র গিলে খাব,
হব মরু দেশের শরনার্থী,
শিবিরে দাঁড়িয়ে তোমার থেকে নেব ত্রান।
ঘোর বর্ষণের আতিথেয়তায়,
দূর্যোগ নেমে আসুক আমার,
আমি হব তোমার
গোপন শিবিরের গোপন অতিথি।