চাঁদের এখন নিদারুণ দুঃসময়,
বড়ো বেশি অসহায় আছে পূর্ণিমা,
মুখে বসন্তের অমূর্ত পিপাসায়,
ওই বনের সীমানায়,
ময়ালের জ্বলজ্বলে কালো চোখে
অপ্রকাশিত ভাবে তাকিয়ে রয় কৃষ্ণ গহ্বর।
ক্রোধে জ্বলে ওঠা সামাজিকতার ঐক্য,৷
ভীতি-বিবর্জিত নষ্ট সময় পার করছে বিবেক,
সময়ের দাবি এখন পায়ের পাতার জল।