কিছুই নেই, তবুও পৃথিবী হাত পেতে রয়,
চতুর্দিক ঘিরে আছে মহাশূন্য প্রাচীর,
বিশাল উদারতা নিয়ে আশ্রয় দেয়।
তুমি বড়ই আত্মকেন্দ্রিক,
মেঘের দলে নীল ছুঁয়ে বেড়াও,
কিছুই নেই দেবার, জল আর তৃষ্ণার বিস্তর ব্যবধানে,
একমুঠো মেঘ নিয়ে ফাঁকা আকাশে যুবতী সেজে আছো,
ভুলে থাকার চোরাবালিতে গোপনে গুমরিয়ে
আগোছাল বজপাতে উপহাস করো।
সুরঙ্গের ওপাশে মাঝে মাঝে আলো এসে দাঁড়ায়,
সবকিছু নিয়েই সুখেই বেশ আছো,
কিছুটা তর্জন গর্জন আর মরুর বালি ঝড়ে তোলপাড়ে
কষ্টের ধামে সব নিঃসঙ্গতা বুকে নিয়ে বাঁচি।