একদিন অন্ধকারের স্রোতে খুঁজে বেড়াবে,
যাকে ঠেলে দিয়েছ সীমাহীন কালো গহ্বরে,
জনশূন্য ময়দানে নিমগ্ন দাঁড়িয়ে তোমার সবটুকু অনুভূতি,
চূর্ণ হবে তটে।
মৃত সূর্য্যের সৎকারে নষ্ট গ্রহণের নষ্ট লগ্ন তোমার দীর্ঘশ্বাস,
তোমাকে ছেড়ে যাবে।


কত দূরে আছো! কাছে আসা বিস্ময়,
সভ্যতার মুখোশে ঢাকা তোমার শহরে,
সুকঠিন কংক্রিটের কঙ্কাল দাঁড়িয়ে আছে,
কেউ একজন লিখছে ভালোবাসার রহস্য কাহিনী,
একটি অনুচ্ছেদে থাকছে হয়ত তোমার আমার অনুপাত সমানুপাত,
অবলীলাক্রমে কেউ কিনে নিবে ব্যর্থ পাণ্ডুলিপি,
এইভাবে কংক্রিটের কঙ্কালে, অন্ধকারের স্রোতে,
উই পোকার মুখ থেকে উদ্ধার করা পাণ্ডুলিপিতে,
আমাকে খুঁজে খুঁজে চাপা দিবে বুকের মাঝে থাকা ব্যাকুল আগুন।


আমি অবিরাম ঢেউয়ে ভেসে গেছি হাজার বছর আগে।