আমার একলা-পথ, পথ হারাল তোমার একলা ঘরে
ফিরে নাহি যাব, গোধূলি কুড়াব সন্ধ্যা আকাশ পরে।
আমার যৌবনে যে সত্য তোমাকে দিয়েছি সঁপে,
সন্ধ্যা হলে, সন্ধ্যা এলে, একলা আকাশ জপে।
আমি জানিনা বিশালতা কি, শুধু বুঝি বিশাল তুমি,
তবে কাছে এসো,উর্বর করো, আমার নীরব ভুমি।
রাত্রি নেমেছে, জানলার ওপাশে, এখনো আমি নিখোঁজ,
যুদ্ধ নিরর্থক, তবুও আমি হারতে চাই রোজ রোজ।  
সূর্য নিভিয়ে তোমার জন্যে খুলে রেখেছি বিশ্ব-আকাশ,
কোন এক কালে, তুমি-আমি হব, এই শতাব্দীর সেরা ইতিহাস ৷