এতদিন তুমি ছিলে না বলেই পুষে ছিলাম মেঘ,
তাই আমাকে দাঁড়াতে হতো আকাশের নীচে,
ব্যাকুল শুশ্রুষায় বাতাসকে বিশুদ্ধ করতাম,
তুমি কতো দিন এইভাবে আমাকে অপেক্ষায় দেখেছ,  প্রেম!
আমি গোপন রাখিনি কিছুই,
সবুজ প্রান্তর থেকে নীল দিগন্ত,
লন্ঠনের আহ্বানে যেটুকু আলো ছিল, তাতেই সকল ছায়া মুছে,
শাশ্বত তোমাকে চিনে নিয়েছি,
দ্বিধা ছিল কিসে? এত দেরী করে কেন এলে?
আমি  বিশালতার খোঁজে শূন্যতা অনুসরণে,
মেঘের ছায়াচিত্রে সুসময়ে দুঃসময়ে,
জীবনের শান্ত ছবি এঁকেছি।