নারী তুমি কি না পারো!
এক নিমিষে দুপুর করো বিকেল, রাত্রি নামাও সূর্যকে দিয়ে ফাঁকি,
তোমার জন্যে দুপুর রেখে, রাত্রি ভুলে কিসের ছবি আঁকি।


নারী তুমি কি না পারো!
আমার জন্যে ভাবনা নেই কোনও,দুঃখও তো তোমার নেই,
কার্পাসের মতো যে মন তোমার আছে, আমিই হলাম কার্পাসের মত সেই।


নারী তুমি কি না পারো!
স্মৃতি ভাসিয়ে পৃথিবীর বুকে, দুঃখ নামাও অকাতরে,
তুমিই কোমল,কে বলেছে? ভুল বলেছে চিরতরে।


নারী তুমি কি না পারো!
ভালোবাসা তোমার চোখে,বোমা-মারণাস্ত্র রেখেছ বুকে,
কিভাবে বাড়ায় হাত? দিনে দিনে নিঃশেষ আমি, তোমার নিধন সুখে।


নারী তুমি কি না পারো!
বক্ষে তোমার জোড়া তাঁবু জলশা, অঙ্গ তোমার  কালো জাদুর ঠোনা,
তোমার নরম বুকেই যত অসভ্য হওয়ার বীজ বোনা।


নারী তুমি কি না পারো!
বিষে-ভালবাসায় বিস্ফোরণে প্রকম্পিত কর আমার আকাশ,
আমার আহ্বান জ্বালিয়ে সকল, চিনিয়ে নিচ্ছ যেটুকু আছে নিঃশ্বাস।