রাত নিশ্চুপ হলে নিশ্চল হয় ছায়া,
ঘড়ির কাটার শব্দগুলো মৌনতা ভাঙ্গে,
নিদিষ্ট সময়ের ব্যবধানে নিস্তব্ধতায় ফেলে কঠিন দীর্ঘশ্বাস।
আজ রাত্রি হারিয়েছে অনেক কিছু,
শূণ্যতার অদ্বিতীয় উদাহরণ,
লক্ষ লক্ষ তারার আকাশ, চিত্তের মালিন্য।
যে নারী নরক হয়েছে, সে কি ভাবে?
আমাদের সেই সবরাত্রি, প্রেম-ইতিহাস।
নিঃশব্দে বিছানা থেকে উঠে গিয়ে খোলা জানালায়,
প্রতিদিন পিছনে ফিরে আমি নরক দেখি।