সমুদ্র, কে বলেছে তুমি নারীর মতই,
তুমি কখনো তা হতে পারো না,
নারী হতে পারে তোমার বুকে গর্জে উঠা ঝড়।


নদী, কে বলেছে তুমি নারীর মতই,
তুমি কখনো তা হতে পারো না,
নারী হতে পারে তোমার দু’কুল ভাঙ্গা চর।


গোলাপ, কে বলেছে তুমি নারীর মতই,
তুমি কখনো তা হতে পারো না,
নারী হতে পারে তোমার গাঁয়ে আছে যত হুল,


সমুদ্র, নদী, গোলাপ,
নারীর চেয়েও বেশী কিছু তোমরা
কি! আমি কি বলেছি কোন ভুল?