আমার জন্য তোমার কোনো নির্জনতা নেই,ছিল না কখনো
অহোরাত্রি সযত্নে গায়ে মেখে দিলে ভুলের হাওয়া,
তুমি ছিলে চারপাশ, তাই উপরে নীচে কী অপুর্ব অসুখ।
সামনে উম্মুক্ত নীল আকাশে নিদারুন স্তব্ধতা,
সমর্পণ করেছি,তোমার দুর্দিনেও প্রণয় হবে,
জীবনের সব বিশৃঙ্খলতায় যতই নিষ্পন্ন হোক জীবন,
অবাঞ্চিত হয়ে থাকি যুগ থেকে যুগ,
অবেলার বয়ে যাওয়া ঝরে,
আদিম উৎসবের মগ্ন মন্ত্র পাঠে,
তুমি যদি চাও,
এই প্রাণের আশ্চর্য টানে জেগে উঠবে নির্জনতার অশান্ত গল্প।