যদি না বুঝ,কখনো বুঝতে দিব না, এড়িয়ে যাবো,
বার বার পুরনো সিন্দুকের দিকে তাকিয়ে থাকার মতো,
পুজা অর্চনায় এতকাল কাটিয়ে দিলাম,
তুমি ছাড়া আর এমন কে আছে,
যার পায়ের কাছে পুষ্প অর্ঘ রেখে চলেছি।
উল্টো হয়ে পড়ে আছে,আমার যত অসহায় নক্ষত্রের তরঙ্গ-ধুলি,
মলিন হয়ে আছে সব কটি নিঃশ্বাস।
আমার ভিতরে কোনো কষ্ট নেই,আছে,
দলবদ্ধ ভাবে চলে, আনন্দের আকাশে অজস্রবর্ণে।
ভালোবাসা থেকে জন্ম নেয়া এক একটি কষ্ট,
যে হারাতে হারাতে শূণ্যতাও হারাবার অপেক্ষায়,
হিসেব ছাড়াই খরচ হয়ে গেছে অনেকটা জীবন,
এই পাংশুবেলায় কষ্ট আজ অশরীরী প্রতিমা,
এখন তুমিই বলো এই প্রতিমা ছাড়া কিভাবে পার হবে বাকী জীবন,
ব্যাকুল শুশ্রুষা দিয়ে লালন করছি,যতই দিয়ে যাচ্ছে দুঃখ দহন।