এইভাবে কতদিন কষ্ট ঠেকিয়ে রাখব, বল?
জানি না কোথায় ডুবে গেল পৃথিবীর সন্ধ্যা সকাল,
এতো যে দিনগুলো রাত্রি নামায় কোন নিয়মে,
ছানিতে দু’চোখ, কত অসহায়! এইভাবে কতকাল?


এতো যে ভারি হয় সময় ক্ষণ, প্রশ্নরা খুঁজে না আর উত্তর,
হৃদয় কখন কাকে কেমন দেখে, কখন দু’হাত বাড়ায়,
ভালোবাসা কি প্রেম বুঝে, নাকি প্রেয়সীর কথায়,
দেয় শিহরন,কখনো কষ্টের ঢালা নিয়ে সামনে দাঁড়ায়।


প্রেম আমার ছায়াছায়া ঘুমে অন্ধ দুচোখে ক্ষয়ে যাওয়া আলো,
কষ্ট আমার জীবন বৃষ্টিতে ভেজা প্রথম ছোঁয়ায় তোমার ঠোঁট,
বিকিয়ে দিয়েছ দু’হাত কপাল,শ্বেত শাখা তীব্র সিঁদুরে,
আমার যত সুখদুঃখ তোমার আদরে, ওখানে পেয়েছে হোঁচট।


তোমাকে ছুঁয়ে ছুঁয়ে বুঝেছি, মিলনের মহাউদ্যম
তোমাকে দেখে দেখে এঁকেছি সহস্রযন্ত্রণার ছবি,
তোমার দাবানলে, প্রেমের ধুলো আর ছাইভস্ম নিয়ে
বিষাক্ত কষ্টে, নির্মম উল্লাসে দিন যাপনে চরমপন্থি কবি।