কোনো কিছুই আমাকে স্পর্শ করে না,
যে টুকু স্পর্শ করে তোমার নীরবতা,
দিয়ে গেলে যতই বিপ্লব সংঘাত,
অলস দুপুরে ক্লান্তির সুরে দুর্দান্ত নিঃসঙ্গতা।


আমি স্বপ্ন নিয়ে পার করি দিন রাত,
নীরবে নীরবে সাজাই রাতের তৃষা,
ভোরের ধোঁয়াশা চোখে দেখি ক্লান্তির জল,
ক্ষয়িষ্ণু সূর্যাবয়বে নিদারুন হতাশা।


আমার যত কবিতায়, প্রেম নেই
মনে পড়ে সুখ খুঁজেছিলে বুক জুড়ে,
ইচ্ছার মুখোমুখি আজ ধূসর মরুভূমি,
হৃদয় কি বাজে বিদিশার সুরে?


সব কিছুই এলোমেলো, কি করছ ঐ মেঘেরদেশে?
আমার সামনে সমানে দুরন্ত আগুন,
বেঁচে আছি নীরবে গতিময় যন্ত্রণায়,
ভেঙে গেছে মন,তন্দ্রার অলিগলিতে মর্মর ফাগুন।