জীবন ও আমি চষে বেড়িয়েছি
দুঃখের যত অলিগলি,
দুঃখ ও আমি, আমি ও দুঃখ, আজীবন বন্ধু
একসাথেই চলছি, একসাথে চলি।
আমার দিন পেরিয়ে এসেছে কি কভু রাত,
নাকি রাত পেরিয়ে দিন?
আমার দিন আসে না, রাত আসে না
জীবনটা তন্দ্রাহীন।
প্রেম আমার শীতের ঝরা পাতা
শুয়ে আছে নির্বিঘ্নে ছায়াচরীদের মত,
সে জানে, সে ছিল, আছে সারা মন জুড়ে,
প্রাণপণে বন্ধ করেই মায়াবী কপাট যত।  
আমি পালাব, পালিয়ে যাবো,  কোথায়?
পিছু ছারে না আমায় ছায়াছায়া ভয়,
ম্নান চোখ নিয়ে চেয়ে থাকে আমার ছায়া,
যেখানে তার ছায়া নীরব রয়।
সে যে আমার প্রথম সূর্যের সাড়া,
আমি কিভাবে দুঃখ বয়ে বেড়ায় একাকী
তার ছোঁয়া ছাড়া।