আমার যাতনার চিলেকোঠায় তোমারই বসবাস,
মৃত রোদ্রের ঘ্রাণ পৌছে যতটুকু সীমানায়,
আমাকেই চিরজন্মে সংগোপনে খুঁজে গেল অন্তিম কিছু শব্দ।
তোমাকে পেলাম না কখনো বাক্যের সম দৈর্ঘ্যে,
তুমি নষ্ট রাখীর বন্ধনে বেশ সুখেই আছো,
নিজেকে লুকিয়ে রেখেছ পুঁজিবাদী চোখে,
আমি সকাল, দুপুর,রাত্রি খুঁজে ক্লান্ত,
যদিও ফিরে পাই কিছুটা বিদঘুটে ছায়া।
মিত্রতা তোমাকে মহান করেছে, আমাকে শিখিয়েছে
মৃত্যুর আবেদন,
তোমার নষ্ট আদালতে বিনাবিচারে,
বিচারক,এইটুকু সাজাও কি পাওয়ার অধিকার নাই।