নারী,
এই নামটি প্রতিটি ক্ষণে বুকে বাজে,
বিসুভিয়াস, ফুজিয়ামা জলন্ত অগ্নি-উগারী।


পতন আমার পতনের ডাক দিল প্রথম নারীর মুখে,
বিশুদ্ধ দাবানলে সকল প্রান্তে,
দগ্ধিত হয়ে আছি শতবর্ষ জুড়ে, নারীর নিষ্পাপ বুকে।


নারী আমার দুকুল ভাঙ্গা নদী, জীবনের সবুজ সকালে
মেহেদির রঙ্গে সূর্য উঠিয়েছে,
জ্বালায়ে মহাকাব্যের আঙিনা,আলো রেখেছে পদতলে।


নারী আমার হৃদয়ে হৃদয়ে সঞ্চিত যৌবনের অঙ্গার,
জ্বলন্ত শিখায় উলঙ্গ রাজনীতিতে তাঁর শুদ্ধ চালে,
বিনম্রতায় ফিরিয়ে দিইনি কখনো অবহেলার ভার।