যতন দিয়েই আমি পতন ডেকেছি,
এক বুক কলঙ্ক লুকিয়ে রেখেছ মেঘের আড়ালে,  
ভাবনা তোমার, নিজে যেন একটা চাঁদ!
ঘুমভাঙা বেদনায় বিদ্ধ চোখে কি দুঃস্বপ্ন দেখালে!


স্বপ্নচারীর গেল গেল সব গেল,
ভেঙে দিয়েছ মন,
অরণ্যের কেন আয়ু ক্ষয়ে যায়?
বিদঘুটে নিবিড় বন্ধন।


আর কী আছে?
পূর্ণ কর ইচ্ছের ষোলকলা,
মেঘশূণ্য আকাশে নেই অবশেষ,
তবুও ভালোবাসার কথা বলা।


চির নারী,ভালোবাসার কথা তোমার কোন মুখে,
বাজে আমার কানে বিষাদ বাঁশীর সুরে,
বিশ্ব তুমি, দেখো কী নিখুঁত জাদুমন্ত্র!
পৃথিবীর আঁচলে দ্বিধার চাষাবাদ, ফসল দেহজুড়ে।


জানিনা, সবাই কেমন প্রেম পায়,
কেমন করে দেখে বাঁচার স্বপন,
আগুনে আগুনে দগ্ধ এ উদ্যান,
সর্বস্বান্ত সর্বহারা, কি আছে আমার? কিইবা করব বপন?