দিন ভালো নেই, দিন ভালো নেই
সূর্য নেই, তাই আলো নেই
মেঘ নেই, তাই বৃষ্টি নেই,
চাঁদ নেই, তাই রাত নেই
দিন ভালো নেই।
আমার দিন ভালো নেই


মরুভূমির দাহে ধু ধু চর জেগেছে,তাই
সব হারিয়ে ভুলে গেছে দগ্ধ বুকের জ্বালা।
কিসের টানে রাত্রি কাঁদে?
বলেছে কি দিন? ভেবেছি নিথর হব এই বেলা।


দিন ভালো নেই, দিন ভালো নেই
আমি আকাশ শেষে খুঁজব দিনের বাড়ী,
তোমার সামনে জাগব সেইদিন,
যেদিন তুমি হবে নারী।


দিন ভালো নেই, দিন ভালো নেই
কিসের আশায় দিন খুঁজি?
শুন্যতাই ভালো জানে সব,
ভালবাসবে? শূন্যতাই এখন পুঁজি।