মুছে নিও অনাহারী যত শপথ,
           পাঁচশ একটি পত্র,কিছু শুকনো ফুল,
                       কারো কোন ক্ষোভ, নেই কোন অক্ষরে,


দাপিয়ে বেড়ায় তোমার উল্টো রথ,
           যত্নে রেখেছ বজ্র কঠিন যত ভুল,
                        কামনা-যজ্ঞে আমার প্রেম পোড়ে।


হারিয়েছি সব, পেলাম নষ্ট জীবন,
            নীরবে নীরবে চেয়ে দেখ সব,
                         কেমন শোক ছুড়ে দিলে গঙ্গার জলে?


তপস্যায় কালো মেঘে ভরা নীল গগণ,
             অশ্লীল নিঃশ্বাসে বাজে কিসের রব?
                         গাঁট বেধেছ তুমি কোন সুখের শিকলে?