১)
আকাশের কাছেও নিগৃহীত সকল দুঃখের চিঠি,
উত্তরের হাওয়া জানে অব্যক্ত যন্ত্রণাগুলো,
নিজের ভালবাসাকে পরাজিত করে,
তুমি জয়ী, আমার পরাজিত জীবনের কাছে।


২)
নরকের মত জ্বালিয়ে যাও আগুন,
নিভায় না দুঃখী শ্রাবণের জল,
ঢেউয়ের আর্তনাদে গঙ্গাও কাঁদে,
হৃদয়ের পরতে পরতে তোমার, পুঞ্জীভূত ছল।


৩)
হৃদয়ে আগুনে জ্বলে,
উদ্বাস্তু ভালবাসায় বন্ধক রাখি আশ্বাসের বিশ্বাস,
কখনো বুঝনি মাটির প্রণয়-ব্যথা,
এইভাবে যেয়ো না তুমি,
প্রজন্মের রক্তে জেগে উঠবে অবিশ্বাস।


৪)
তোমার আমার প্রতিটি দিনে জরায়ু প্রান চায়,
প্রজন্মের রাত্রিগুলো জানলার ওপাশে অপেক্ষায় আছে,
শুক্লা যামিনীর জ্যোৎস্নায় সময় ঘুরে বেড়ায়,
একটুও উদ্বেগ, তবুও আশা ছাড়িনি নিরর্থক ভালবাসায়।