১)
শোক কি?
তোমার নীরবতাই আমার শোক।


২)
সভ্যতার অর্থ খুঁজে কাটিয়ে দিলাম জীবন,
ভিতরটা খুজতে গিয়ে হারালাম যারে,
একবার দাঁড়াতে হয় তাঁর মুখোমুখি,
যাত্রা শেষে আশ্রয় হবে কার দ্বারে?


দুঃসময়ে আছে চাঁদের নীলাভ রং,
ওইখানে লেগে আছে অসভ্যতার ঘাম,
ব্যবধান, তফাৎ,তোমার কাছে এমন কিছু নয়,
কিভাবে বুঝবে তুমি ভালোবাসার দাম?


৩)
আমার কাছে আর কোনো দুঃখ নেই
নাগরিক বিপ্লব সংঘাতে একাকার হয়ে গেছি,
জনতার দুর্দান্ত মিছিলে স্বপ্ন নিয়ে হাঁটি।


আমার বুকের পাঁজর তবুও মুচড়ে ওঠে,
তোমার দু’চোখ ব্যস্ত যখন সর্বভুক ভালবাসায়,
ক্ষুধায় ক্ষুধায় নিঃশেষ দেশলাইয়ের কাঠি।