কষ্ট আমার কারাশৃঙ্কল, মেনে নিলাম তাই হার,
প্রেম আমার ফাঁসির মঞ্চে,অপেক্ষার প্রহরে তাঁর।
অরণ্যের উদাসি ছায়ায়  পৃথিবী, জড়ায়েছে জোছনায়,
ভুরুর বিভঙ্গে মুখ খোলে দুরন্ত আগুন, স্পর্শে নিরালায়!
ও যে বহুদূর,আকাঙ্খার চৌকাঠে,মিনিট বাহাত্তর শ্বাসাঘাত
মিথ্যা আলোর আর্তিআয়োজনে ডোবে শ্যামল রাত।
কী করে ভালোবাসবো,দুকুল ভাঙ্গা নদী, বয়ে চলে বুক পথে
খুঁজে পাবো কি আর? বয়স ক্ষয়ে যায় চিরজনমের ক্ষতে।