তাঁর বুকে মিশে জলশূন্য হয়ে গেছে নদী,
ঢেউয়ের আঘাত নেই আর, তবে প্রচণ্ড খরা,
যাত্রী হলাম মরুর দেশে,
আমি ভাবতেও পারি না,
সকল মৌনতায় ক্ষণ গাঢ় দাগে জন্ম নিল ক্যাকটাস।
ধ্বস্ত বিমূঢ় শরীর ভাষ্যে,
দীর্ঘশ্বাসের দীর্ঘ শ্বাসবিদ্ধ করুণ কাতরতায়,
বিশ্বায়নে ভালোবাসার প্রবল ধ্বসে,
উদাহরণহীন কাটছে রাতগুলো।
আকাশে নেমে এসেছে অরণ্যের প্রগাঢ় পদছাপ,
যন্ত্রণা বয়ে বেড়ায় তাঁর ঠিকানা।
জীবনের ঠিকানা বদলেছে তাঁর মতই,
জীবন শব্দই আজ অন্তিম শয্যায়।