এইখানে আমার হাত আছে। প্রত্যয়প্রবণ বিদ্যুতের গতিতে,
চিরস্থায়ী ক্ষতে এখনো গন্তব্য খুঁজে, তোমার পথের জ্যোতিতে।


বুকের জ্বালায় বুক চেনা দায়,অচেনা হৃদপিণ্ডে সলজ্জ সংলাপ
উত্তরাষাঢ়া মেঘ খুন করেছে সূর্যের নিংশ্বাসের উজ্জল উত্তাপ।


শুনতে পাবে তরল আঁধারে, আমার অগণিত নিদ্রারহিত জাগরণ
ফিরবার পথ রুদ্ধ হয়েছে, দিনাস্তের অসংখ্য বিলাপে আমরণ।


নদীর জলে কি ভোর হয়েছে? জোয়ার ভাটার ব্যাপ্ত সুখে,
অনৃত শরীর কোথায় রেখেছো, দুই পৃষ্ঠার নষ্ট বুকে?


কে আমায় বাঁধবে,আছি আজীবন পৃষ্ঠাহীন বিরাম-যতিহীন ঘরে
যেখানে দিন খুন করে মেঘ,রাত জেগে থাকে ব্যাথিত নয়ন ভরে।