আমার দু’হাতে ভয়াবহ ক্ষুধার আগুন,
যুগল চোখে দ্বন্দ্বময় সভ্যতার গতিশীল স্রোতের ধারায়,
আগামীর স্বপ্নে বিভোর ব্যাপ্ত অসীমের বুকে,
বিস্ফারিত চোখে তাকিয়ে কিছুই দেখিনা।
যখনই হাত ছোঁবে, নিঃশেষে বিস্ময় হবে,
বিস্ময়ে ক্ষয় হবে, ফোটাবে বৃন্তচ্যুত কুসুম।
আশ্চর্য তৃষ্ণার্ত আমি,জল নয়, জল নয়,
স্রোতস্বিনী, ভালবাসায় আগুন নিভিয়ে দাও।