কে শিখিয়েছে প্রেম,নারী? এই প্রশ্ন আমার, কার তরে?
শয়নে স্বপনে, ব্যস্ত দিন যাপনে তনুদীপ জ্বালি কার ঘরে!
প্রেমের জন্য তার তরে কে দিয়েছে ভালোবাসার ডাক,
নারী কি সত্যি জানে এই উত্তর, কে করেছে সর্বস্ব ত্যাগ?
পায়নি তোমায় প্রেম-বন্ধনে, করেছে কত সাধনা দিনমান,
নারী, তুমি ধন্য, তোমার তরে আজো চলছে কত জীবন দান।
পারোনি তুমি, প্রসারিত বুকে,রাখোনি ভালোবাসা ধরে,
যার দিন কাটে না রাত কাটে না তোমার বুকের ঘরে!
প্রেমসেনানী, প্রমুর্ত রাজ, পুজার ঘরে জ্বালিয়েছে ধূপ
তোমার সম্মুখে মহাগৌরবে, ইতিহাস হয়ে যায় চুপ।